রামগড়ে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক


admin প্রকাশের সময় : আগস্ট ২৬, ২০২৪, ৯:৪২ অপরাহ্ন /
রামগড়ে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক

রামগড়ে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক

রামগড় অফিস:

খাগড়াছড়ির রামগড়ে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান। সোমবার তিনি উপজেলার দুটি ইউনিয়ন পাতাছড়া ও রামগড় সদরে  ৫ হাজার পরিবারের মাঝে ১০ কেজি করে  চাল বিতরণ কার্যক্রম শুরু করেন।  এসময় উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট দীপক কুমার শীল, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন, উপজেলা বিএনপির সভাপতি হাফেজ আহম্মদ ভুইয়া, সাধারণ সম্পাদক নুর হোসেন নুরু, পৌর৷ সভাপতি মো: জসিম উদ্দিন, রামগড় প্রেসক্লাবের সভাপতি মো: নিজাম উদ্দিন লাভলু, সাধারণ সম্পাদক মো: নিজাম উদ্দিন, রামগড় রিপোটার্স ইউনিয়নের সভাপতি মো: বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক রতন কুমার বৈষ্ণবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ইউএনও মমতা আফরিন বলেন, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের নিয়মিত বরাদ্দ থেকে বন্যাদুর্গত পরিবারদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ  শুরু করা হয়েছে। উপজেলার দুই ইউনিয়নে ২৫০০ করে মোট ৫০০০ পরিবারকে এ চাল দেওয়া হবে। তিনি আরও বলেন, পৌরসভার দায়িত্বপ্রাপ্ত প্রশাসক  খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পৌর এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করে ত্রাণের চাল বিতরণ শুরু করবেন।

ইউএনও মমতা আফরিন বলেন, আশ্রয় কেন্দ্রে বন্যাদুর্গত পরিবারদের গত ছয়দিন যাবৎ তৈরি করা খাবার ও শুকনা খাবার দেওয়া হচ্ছে।

এদিকে, উপজেলা প্রশাসন ছাড়াও ৪৩ বিজিবি এবং উপজেলা বিএনপিসহ বিভিন্ন সেচ্ছাসেবি সংগঠন বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে।