সাধারণ

রামগড়ে নুরজাহান স্মৃতি সংসদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

রামগড় প্রতিনিধি: আত্মমানবতার সেবায় এগিয়ে এলেন নুরজাহান স্মৃতি সংসদ। সংগঠনটি শীতবস্ত্র নিয়ে অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। রবিবার সকাল ১০.৩০ টায় রামগড় মাষ্টারপাড়ায় নুরজাহান ভিলায় শতাধিক অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।
নুরজাহান স্মৃতি সংসদ এর চেয়ারম্যান মরহুমা নুরজাহান বেগমের বড় সন্তান পুলিশের এডিশনাল ডিআইজি মোসলেহ উদ্দিন আহমদ জানান, সমাজের অসহায় দুস্থ মানুষের সাহায্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আগামীতেও অসহায়দের কল্যাণে অতীতের মতো আমাদের সংগঠন সবসময় কাজ করে যাবে। তিনি সকলকে অসহায়দের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানান।
শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন নুরজাহান বেগমের সেজো সন্তান সাংবাদিক মো. নিজাম উদ্দিন। এসময় সাংবাদিক সাইফুল ইসলাম, সাহেদ হোসেন রানা, জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button