রামগড়ে এইচপিভি টিকা কার্যক্রম উদ্বোধন


admin প্রকাশের সময় : অক্টোবর ২৫, ২০২৪, ১২:১৮ পূর্বাহ্ন /
রামগড়ে এইচপিভি টিকা কার্যক্রম উদ্বোধন
টিকার আওতায় ৩৮৪০ জন কিশোরী

রামগড়ে এইচপিভি টিকা কার্যক্রম উদ্বোধন

রামগড় অফিস:
জেলার রামগড় উপজেলায় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে পৌরসভার রামগড় বালিকা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ.বি.এম মোজাম্মেল হক এর সভাপতিত্বে ক্যাম্পেইন উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ইলিয়াছ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইমতিয়াজ উদ্দিন, প্রধান শিক্ষক মো. আজগর আলী, রামগড় প্রেস ক্লাবের সভাপতি মো. নিজাম উদ্দিন লাভলু, সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন, সাংবাদিক তুহিন নিজাম প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  বলেন, মাসব্যাপী এই  জরায়ুমুখ ক্যান্সারের প্রতিরোধে এইচপিভি ভ্যাকসিনটি চলবে। এটি একটি গুরুত্বপূন্য টিকা। স্কুল পড়ুয়া ৫ম থেকে ৯ম শ্রেনীর ছাত্রীসহ ১০-১৪ বছর বয়সী কিশোরীরা এই ক্যাম্পেইনের আওতায় বিনামূল্যে ১ ডোজ টিকা পাবে। রামগড় উপজেলার ৩৮৪০ জন কিশোরি এইচপিভি টিকার আওতায় রয়েছে। এ পর্যন্ত অনলাইনে ৬২ শতাংশ রেজিষ্ট্রেশন সম্পূর্ণ করেছে।