সাধারণ

রামগড়ে অগ্নিকান্ডে পুড়েছে খাবার হোটেল, আয়ের উৎসহ হারিয়ে হতাশায় হোটেল মালিক!

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড় পৌরসভার কালাডেবা বাজারে সোমবার রাত ১২টার দিকে মোল্লা হোটেল নামের একটি খাবার হোটেল আগুন লাগে। তবে অগ্নিকান্ডের সঠিক কারণ জানা যায়নি। হোটেলে মালিক মোঃ দেলোয়ার হোসেন(৩০) পৌরসভার কালাডেবা এলাকার মো. আমির হোসেন’র ছেলে। হোটেল ব্যবসায় চলত তার পরিবার। তবে একমাত্র আয়ের উৎস হোটেলটি পুড়ে যাওয়ায় বেশ হতাশাগ্রস্থ হয়ে পড়েছেন হোটেল মালিক দেলোয়ার।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, অগ্নিকান্ডের খবর পেয়ে স্থানীয়দের সহযোগীতায় রামগড় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রনে আনে। তবে ব্যবহার্য যন্ত্রপাতি ও আসবাবপত্রসহ টিন-কাঠের হোটেলটি সম্পূর্ণ পুড়ে যায়। তবে আশপাশের দোকানের কোনো ক্ষয়-ক্ষতি হয়নি।
রামগড় পৌরসভার ৭নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাজী আবুল বসর জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন হোটেল মালিক দেলোয়ার। এ দিকে সকালে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ হোসেল মালিককে আর্থিক সহায়তা প্রদান করেছেন রামগড় পৌর মেয়র রফিকুল আলম কামাল।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button