খাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

রামগড়ের দূর্গম এলাকায় ডিসির সহায়তায় হাইস্কুল

রামগড় অফিস:
জেলার রামগড়ের পাতাছড়ার দূর্গম এলাকায় জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস এর আর্থিক সহায়তায় ভিত্তি প্রস্তর স্থাপন হলো কলাতলি উচ্চ বিদ্যালয়ের।
বৃহস্পতিবার সকালে রামগড় উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাত এর সভাপতিত্বে কলাতলি উচ্চ বিদ্যালয়ের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নে থলিবাড়ি, তেমরম, বুদ্ধধন কার্বারী পাড়া, জরিচন্দ পাড়া, পাইল্যাভাঙ্গাপাড়া, ঝুমছড়া, পাতাছড়া, নাভাঙ্গাপাড়া, মাহবুব নগর, ছোট পিলাক, অশ্বিনী কারবারি পাড়া ও হৃদয় মনি পাড়ার গ্রাম সমূহে ৬ টি প্রাথমিক বিদ্যালয় থাকলেও কোন মাধ্যমিক বিদ্যালয় নেই। পিছিয়ে পড়া এই দুর্গম গ্রামগুলোর ছেলে মেয়েদের প্রাথমিক শিক্ষা শেষে মাধ্যমিক বিদ্যালয়ের অভাবে পড়াশুনা বন্ধ হয়ে যায়। কেউ কেউ কষ্ট করে দূরবর্তী নাকাপা উচ্চ বিদ্যালয় এবং পার্শ্ববর্তী গুইমারা উপজেলার হাফছড়ি উচ্চ বিদ্যালয়ে পড়ালেখা করে। এই এলাকাগুলোর সাধারণ জনগণ খুবই দরিদ্র এবং খেটে খাওয়া দিনমজুর হওয়ায় ছেলে মেয়েদের দূরে পড়তে যাওয়ার গাড়ি ভাড়া ও অন্যান্য খরচ বহন করতে পারেনা। যার কারণে তারা প্রাথমিক শিক্ষা শেষ করার পরেই ঝরে পড়ে এবং আশেপাশে একটি মাধ্যমিক বিদ্যালয় না থাকায় গ্রামগুলো উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে বছরের পর বছর। রামগড় উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাত এর উদ্যোগে একটি মাধ্যমিক বিদ্যালয় নির্মাণের জন্য এই গ্রামগুলোর মধ্যবর্তী স্থান রামগড়-খাগড়াছড়ি মূল সড়ক সংলগ্ন কলাবাড়ি নামক স্থানে কলাবাড়ি মসজিদ কমিটি ৩ একর জায়গা দান করেন। জেলা প্রশাসনের অর্থায়নে ডিসি প্রতাপ চন্দ্র বিশ্বাস কলাতলি উচ্চ বিদ্যালয় নির্মাণের জন্য নগদ ৫ লক্ষ টাকা এবং মাঠ উন্নয়নের জন্য ৩ লক্ষ টাকা সহায়তা দেন।

কলাবাড়ি উচ্চ বিদ্যালয় নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাস, রামগড় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা হোসেন, রামগড় থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম, সহকারী তথ্য কর্মকর্তা মো. বেলায়েত হোসেন, পাতাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মো. নুরুল আলম আলমগীর, মৌজা প্রধান বরুণ বিকাশ রোয়াজা সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় ওয়ার্ড মেম্বার, বিভিন্ন পাড়া কেন্দ্রের পাড়া কর্মীগন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের এই মহতি কাজের জন্য প্রতাপ চন্দ্র বিশ্বাস জেলা প্রশাসক খাগড়াছড়ি মহোদয় এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন এলাকাবাসীসহ পাতাছড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম আলমগীর।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button