সাধারণ
রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ও ঘিলাছড়ি ইউনিয়ন বি এন পির সম্মেলন অনুষ্ঠিত

।
চাইথোয়াইমং মারমা রাজস্থলী নিজস্ব প্রতিনিধিঃ প্রায় দীর্ঘ তিন বছর পর রাজস্থলী উপজেলার ২ নং গাইন্দ্যা ও ১ নং ঘিলাছড়ি ইউনিয়ন বি এন পির ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টা ঘিলাছড়ি হেডম্যান কার্যালয়ে আয়োজিত ত্রি- বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন বি এন পির সভাপতি ভূ্বন মোহন তনচংগ্যা।
প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পি, রাঙামাটি জেলার সাধারন সম্পাদক দীপন তালুকদার দীপু। উদ্বোধক ছিলেন, খলিলুর রহমান শেখ, সভাপতি জাতীয়তাবাদী দল রাজস্থলী শাখা, সাইফুল ইসলাম, শাকিল সাংগঠনিক সম্পাদক, জেলা বি এন পি, সাইফুল ইসলাম ( পনির) সাবেক সাংগঠনিক সম্পাদক জেলা বি এন পি, আলী বাবর জেলা সাবেক যুগ্ন সম্পাদক বি এন পি, খলিলুর রহমান শেখ সভাপতি উপজেলা বি এন পি।
উপজেলা যুব দলের সভাপতি শামীম আহাম্মদ রুভেলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বি এন পির সাধারন সম্পাদক মংঞো মারমা, সিনিয়র সভাপতি আবুল হাসেম মেম্বার, মোহাম্মদ বাবলু, উপজেলা বি এন পির সাংগঠনিক সম্পাদক, ছকির আহম্মদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুইথুইঅং মারমা প্রমূখ। এছাড়া ইউনিযন বি এন পি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন । পরে নেতৃবৃন্দ ঘিলাছড়ি ও গাইন্দ্যা ইউনিয়নের সভাপতি, সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিতদের নাম ঘোষনা করেন। ঘিলাছড়িতে সভাপতি পদে ভূবন মোহন তনচংগ্যা , সাধারন সম্পাদক বেলায়েত হোসেন ও সাংগঠনিক সম্পাদক হলামং মারমা। গাইন্দ্যা ইউনিয়নে সভাপতি পদে নুরুল আলম, সাধারন সম্পাদক হলাচিংমং মারমা (মিধু) সাংগঠনিক সম্পাদক অনিল তনচংগ্যার নাম ঘোষণা করা হয়।