সাধারণ

রাজস্থলীতে সেনাবাহিনী কর্তৃক ২০ লিটার চোলাই মদ জব্দ

 

রাজস্থলী প্রতিনিধিঃ রাঙ্গামাটি রাজস্থলী উপজেলার ৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত এলাকায় ৫৬ ইবি কাপ্তাই জোনের অধীনে ঝংকাপাড়া টিওবির চেকপোস্টে এক মোটর সাইকেল চেক করার সময় আনুমানিক ২০ লিটার দেশীয় চোলাই মদ জব্দ করা হয়। ৯মে সোমবার সকাল ১০ টায় হঠাৎ দ্রুতগতিতে অজ্ঞাত মোটরসাইকেল চালক চেকপোস্টের কাছাকাছি এসে পৌছলে মোটর বাইক চালককে থামানোর জন্য সিঙ্গন্যাল দেওয়া হলে চালক ভীত হয়ে দুটি পলিটিন ব্যাগে মোড়ানো চোলাই মদের প্যাকেট ফেলে রেখে মোটরসাইকেলটি নিয়ে দ্রুত পালিয়ে যায় । উল্লেখ্য, এসব চোলাই মদ অবৈধ পথে মোটরসাইকেল যোগে পাচার করছে বলে জানা যায়। নাম প্রকাশ অনিচ্ছুক একজন গণমাধ্যম কে জানান, এসব চোলাই মদ পাচারকারীরা মোটর বাইককে নিরাপদ বাহন হিসেবে বেছে নেন। মোটর সাইকেল চালককে আটক করতে সক্ষম হয়নি। এ বিষয়ে ঝাংখা পাড়া টিওবি আর্মি ক্যাম্পের ইনর্চাজ জানান, উদ্ধারকৃত চোলাই মদ ঝংকাপাড়া টিওবিতে রয়েছে। এবং রাজস্থলী থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন তিনি।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button