সাধারণ

রাজস্থলীতে এস এস সি ও সমমান পরীক্ষা অনুষ্টিত

রাজস্থলী প্রতিনিধি ; করোনা ভাইরাস পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ের প্রায় আট মাস পর রোববার সারা দেশের ন্যায় রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার ২ টি কেন্দ্রে এস এস সি, ও ভোকেশনাল পরীক্ষা অনুষ্টিত হয়। এবারে শুধু গ্রুপ ভিত্তিক,বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা তিনটি বিষয়ে পরীক্ষা অনুষ্টিত হচ্ছে। উপজেলার দুই টি কেন্দ্রে সর্বমোট ৩৩৬ জন পরিক্ষার্থী অংশ গ্রহন করে। তার মধ্যে প্রথম দিন পদার্থ বিজ্ঞানে রাজস্থলী কেন্দ্রে ১৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১৭ জন অংশ গ্রহন করে। দুই জন পরিক্ষার্থী অনুপস্থিত ছিল। অপর দিকে বাঙালহালিয়া ভোকেশনাল পরীক্ষা কেন্দ্রে ৭৬ জন কারিগরি পরিক্ষার্থী অংশ গ্রহন করলেও ৪ জন পরিক্ষার্থী অনুপস্থিত রয়েছে বলে কেন্দ্র সচিব প্রধান শিক্ষক আখ্যমং মারমা জানান। কেন্দ্রে পরীক্ষা শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মফজল আহমদ খান উপস্থিত ছিলেন।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button