সাধারণ
Trending

রাজগিরি বন বিহারে ১২তম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠিত।

নানিয়ারচর প্রতিনিধি:

নানিয়ারচর উপজেলার রাজগিরি বন বিহারে দুই দিন ব্যাপি ১২ তম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠান মঞ্চে ভিক্ষু সংঘের প্রধান হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর রত্নাংকুর বন বিহারের বিহার অধ্যক্ষ শ্রীমৎ বিশুদ্ধানন্দ মহাস্থবির,শ্রীমৎ বিমলানন্দ মহাস্থবির, শ্রীমৎ জ্ঞানপ্রিয় মহাস্থবির, শ্রীমৎ দেবানন্দ মহাস্থবির,শ্রীমৎ ধর্মবোধী মহাস্থবির, রাজগিরি বন বিহারের বিহার অধ্যক্ষ শ্রীমৎ সুমনালংকার স্থবির সহ অনান্য বিহার থেকে আগত ভিক্ষু সংঘরা উপস্থিত ছিলেন।

ছবি:রাজগিরি বন বিহারে ১২তম শুভ কঠিন চীবর দান।

অনুষ্ঠান শুরু করার পূর্বে ধর্মীয় সংগীত পরিবেশন করেন শিল্পী পার্কি চাকমা, পঞ্চশীল প্রার্থনা করেন রিপা চাকমা, শ্রদ্ধাঞ্জলী পাঠ করেন তেঝশ্রী চাকমা।

পঞ্চশীল প্রদান করেন নানিয়ারচর রত্নাকুর বন বিহারের বিহার অধ্যক্ষ শ্রীমৎ বিশুদ্ধানন্দ মহাস্থবির এবং কঠিন চীবর দান ও নানাবিধ দান পর্বের উৎসর্গ করেন রাঙ্গামাটি রাজবন বিহার থেকে আগত শ্রীমৎ জ্ঞান প্রিয় মহাস্থবির।

মহান পূর্ণ্যানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাননীয় চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ইলিপন চাকমা, নানিয়ারচর জোন কমান্ডারের প্রতিনিধি উপ অধিনায়ক পারভেজ রহমান,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, নানিয়ারচর থানার ওসি সুজন হালদার, রাজগিরি বন বিহার পরিচালনা কমিটির সভাপতি, শুভ জ্যোতি চাকমা ও সাধারণ সম্পাদক তপন দেওয়ান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় দেব মনুষ্য হিত সুখ মঙ্গলার্থে ভিক্ষু সঙ্ঘরা করণীয় মৈত্রী সুত্র পাঠ করেন। উপস্থিত ভিক্ষু সঙ্ঘের প্রধান শ্রীমৎ বিশুদ্ধানন্দ মহাস্থবির ও শ্রীমৎ জ্ঞানপ্রিয় মহাস্থবির ভান্তে কে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। এর পরপরই রাজগিরি বন বিহার পরিচালনা কমিটির পক্ষ থেকে প্রধান অতিথি নিখিল কুমার চাকমা ও তার সহধর্মিণী রিপা চাকমা কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

স্বাগত বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, নানিয়ারচর জোন কমান্ডার প্রতিনিধি উপ অধিনায়ক পারভেজ রহমান, শুভ জ্যোতি চাকমা সভাপতি, রাজগিরি বন বিহার পরিচালনা কমিটি

প্রধান অতিথি নিখিল কুমার চাকমা বক্তব্যে বলেন, বৌদ্ধ ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হলো এই কঠিন চীবর দান৷ সারা বছরে শুধুমাত্র একবার করা সম্ভব এই কঠিন চীবর দান।
পূজনীয় ভিক্ষুসঙ্ঘরা ত্রি মাসিক বর্ষাবাস যাপন করেছে বলেই আজকে আমরা এই কঠিন চীবর দান উৎযাপন করতে পেরেছি।

তিনি আরও বলেন, নানিয়ারচরে যে উন্নয়ন হচ্ছে, সরকারের পৃষ্টপোষকতা ছাড়া আজকের এই উন্নয়ন কখনো সম্ভব ছিলনা৷ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রত্যেক ধর্মের প্রতি আন্তরিক। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান দ্বায়িত্ব প্রদান করেছেন ইতিপূর্বেও আমাকে জেলা পরিষদের চেয়ারম্যানের দ্বায়িত্ব ও দিয়েছিলেন। এজন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।

এসময় উপস্থিত ভিক্ষু সংঘগণ দেব মানব তথা সকল প্রাণীর হীত-সুখ ও মঙ্গল কামনা করে স্বদর্ম দেশনা প্রদান করেন।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button