সাধারণ

রাঙ্গামাটি জেলা প্রশাসক কর্তৃক লংগদু রহমতপুর এলাকায় শীতবস্ত্র বিতরণ

মো.গোলামুর রহমান, লংগদু প্রতিনিধি:

রাঙ্গামাটির লংগদু উপজেলা কালাপাকুজ্জা দক্ষিণ রহমতপুর এলাকায় রাঙ্গামাটি জেলা প্রশাসক কর্তৃক কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (১৯ জানুয়ারী) সকাল ১১টার সময় দক্ষীণ রহমতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে একশত হত-দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, লংগদু উপজেলা মাধ্যমিক একাডেমী সুপারভাইজার মো.শওকত আকবর,বিশিষ্ট সাংবদিক এম কামাল উদ্দীন,লংগদু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওমর ফারুক মূসা, বীর মুক্তিযোদ্ধা তৈব আলী,রহমতপুর প্রাথমিক বিদ্যারয়ের প্রধান শিক্ষক মুরশিদা বেগম,রাশেদুজ্জামান,শাহ আলম সহ অনেকে। এসময় সাংবাদিক এম কামাল উদ্দীন জেলা প্রশসক ও লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধ্যমিক সুপারভাইজারকে ধন্যবাদ জানিয়ে বলেন, কালাপাকুজ্জা দক্ষীণ রহমতপুর একটি যোগাযোগ বিচ্ছিন্ন এলাকা। তাই এ এলাকার সাধারণ মানুষের সুখে দুঃখে সবাই পাশে থেকে কাজ করে যাবো।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button