রাঙ্গামাটির বোধিপুর বন বিহারে আকাশ প্রদীপ পূজার সমাপনীতে বিশেষ পূণ্যানুষ্ঠান

প্রতিনিধি, রাঙ্গামাটি :
শুভ কার্তিকী পূর্ণিমায় সূচিত মাসব্যাপী আকাশ প্রদীপ পূজার সমাপনী উদযাপন উপলক্ষে কৃতি গুণীজন সম্মাননা, সংগীতায়োজন ও ধর্মালোচনা রাঙ্গামাটি বৌদ্ধ সাংস্কৃতিক একাডেমির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিশেষ ধর্মীয় কনভেনশন। শুক্রবার (৩১ ডিসেম্বর) দিনব্যাপী সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের বোধিপুর বন বিহারে উপাসক-উপাসিকা পরিষদ ও ত্রিশরণ ফাউন্ডেশন অব বাংলাদেশ (টিএফবি) আয়োজনে এ পূণ্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে বিহারে শত শত পূর্ণ্যার্থীর ঢম নামে। অনুষ্ঠানে পূজনীয় ভিক্ষুসংঘের আসন গ্রহণ পূষ্পাঞ্জলিসহ শ্রদ্ধাজ্ঞাপন ও ধর্মীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে পঞ্চশীল প্রার্থনা, বুদ্ধমূর্তি দান, সংঘ দান, অষ্টপরিস্কার দান, সংঘদান, হাজার প্রদীপ দান, আকাশ প্রদীপ দানসহ নানাবিধ দান উৎসর্গ করা হয়। বিজ্ঞান্তর তালুকদার ও কেয়া চাকমার সঞ্চালনায় ত্রিশরণ ফাউন্ডেশনের সভাপতি ভদন্ত জিনবোধি মহাথেরর সভাপতিত্বে ধর্মালোচনা অনুষ্ঠানে প্রধান সংঘনায়ক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের অধ্যাপক ড. জিনবোধি মহাথের ও দায়ক প্রধান হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য বিপুল ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, বাংলাদেশ বৌদ্ধ কল্যাণ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জয়সেন তঞ্চঙ্গ্যা প্রমূখ।
ধর্মালোচনা সভায় বিহারের বিভিন্ন সমস্যাগুলো তুলে ধরেন এবং নির্মাণ করে দেওয়ার জন্য দাবী করেন বিহার পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। এতে প্রধান ও বিশেষ অতিথি নির্মাণ করে দিবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন, সাথে বিহারের উন্নয়নের জন্য নগদ অর্থ প্রদান করেন। উল্লেখ্য, বৌদ্ধ ধর্মালম্বীদের ক্ষেত্রে ভিক্ষুরা তিন মাস বর্ষাবাস শেষে এক মাস কঠিন চীবর দান উদযাপন করা হয়। মাসব্যাপী কঠিন চীবর দানের পরে ভগবান বুদ্ধের দন্ত ধাতু ও কেশ ধাতুকে পূজা করা হয়।