সাধারণ

রাঙ্গামাটিতে যুব উন্নয়ন অধিদপ্তরে আলোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গামাটি প্রতিনিধি:

মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে রাঙ্গামাটিতে যুব উন্নয়ন অধিদপ্তর মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ১১টায় শহরের ভেদভেদীস্থ যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়ে জেলা তথ্য অফিসের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় বেকার যুবকদের প্রশিক্ষণ সুবিধা প্রত্যন্ত গ্রামাঞ্চলে সম্প্রসারণ করে তাদের কাজের একটা কর্মসংস্থান সৃষ্টি হয়। চাহিদাভিত্তিক স্বল্প মেয়াদি প্রশিক্ষণ কর্মসূচি বেকার যুবকদের আত্মকর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচনে সহায়ক ভূমিকা পালন করে। এছাড়া অধিক হারে প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে অধিকতর গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন বক্তারা। অনুষ্ঠিত আলোচনা সভায় যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোহাং শাহজাহানের সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মোঃ শহীদুজ্জামান মহসিন রোমান। এ সময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক বিশ্বজিৎ চাকমা প্রমূখ।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button