রাঙ্গামাটিতে বন্যা কবলিতদের পাশে বৌদ্ধ ভিক্ষুরা


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ৭, ২০২৪, ৯:৪১ অপরাহ্ন /
রাঙ্গামাটিতে বন্যা কবলিতদের পাশে বৌদ্ধ ভিক্ষুরা

সুজন কুমার তঞ্চঙ্গ্যা :- রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ৪ নং ইউপি ২ নং ওয়ার্ড হরিণ ছড়া এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৭ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ত্রাণ বিতরণ করেন বৌদ্ধ ভিক্ষুরা।
৪ সেপ্টেম্বর বুধবার দুপুরে ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন পালাবার লিং সেন্টার শিশুসদন সংস্থার অর্থ সম্পাদক এবং বিলাই ছড়ি বাজার সার্বজনীন বৌদ্ধ বিহার উপাধ্যক্ষ ভদন্ত করুণা তিষ্য ভিক্ষু, সাংগঠনিক সম্পাদক ভদন্ত অভয়া তিষ্য ভিক্ষু। এছাড়াও উপস্থিত ছিলেন পালাবার লিংক সেন্টারের সাধারণ সম্পাদক অংচা খই মারমা (কার্বারী) এবং পালাবার লিং সেন্টার শিশুসদনের স্বেচ্ছাসেবক বৃন্দ।