রাঙ্গামাটিতে নারীর শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা কর্মশালা

রাঙ্গামাটি প্রতিনিধি ।।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবনার আলোকে বাংলাদেশ সরকার কর্তৃক প্রণীত নারীর শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নের উপর জেলা পর্যায়ের সংলাপ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ মার্চ) সকাল ১০টায় নিউ মার্কেটের আশিকা কনভেনশন সেন্টারে ইউএন উইমেন’র সহযোগিতায় বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) এ কর্মশালার আয়োজন করে।
সংলাপে বক্তারা নারীকে সাইবার সন্ত্রাস ও উগ্রবাদী আগ্রাসন থেকে রক্ষা এবং ধর্মীয় গোষ্ঠির নারী বিরোধী প্রচারণা বন্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
কর্মশালয় বিএনপিএস মাইক্রোসফট উপ-পরিচালক শাহনাজ সুমি, বিএনপিএস সক্ষমতা বৃদ্ধির সমন্বয়কারী নাসরিন বেগম’র সভাপতিত্বে বক্তব্য রাখেন- রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ঝর্ণা খীসা, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ান, গ্রীন হিল’র নির্বাহী পরিচালক টুকু তালুকদার, উইভ’র নির্বাহী পরিচালক নাইউ প্রু মারমা, সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক’র সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা, এড. চঞ্চু চাকমা প্রমূখ।