সাধারণ

রাঙ্গামাটিতে নতুন প্রেসক্লাবের আত্মপ্রকাশ

 

প্রতিনিধি :  রাঙামাটি প্রেসক্লাবকে কতিপয় ব্যক্তির প্রতিনিধিত্বকারী সংগঠন এবং জেলার পেশাদার সাংবাদিকদের কোনো সম্পৃক্ততা নাই দাবি করে পাল্টা প্রেসক্লাব গঠন করা হয়েছে । ৩০ জানুয়ারী শনিবার দুপুরে রাঙামাটি রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন প্রেসক্লাব গঠন করা হয়। নবগঠিত রাঙামাটি প্রেসক্লাব’র কার্যকরী কমিটিতে দৈনিক যুগান্তরের রাঙামাটি প্রতিনিধি সুশীল প্রসাদ চাকমাকে সভাপতি, বাংলাভিশনের রাঙামাটি প্রতিনিধি নন্দন দেবনাথকে সাধারণ সম্পাদক এবং চ্যানেল টুয়েন্টিফোরের রাঙামাটি প্রতিনিধি জিয়াউল হককে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

প্রেসক্লাবের  আত্মপ্রকাশ অনুষ্ঠানে লিখিত বক্তব্যে নবগঠিত রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সুশীল প্রসাদ চাকমা বলেন, জেলায় কর্মরত ৩৮জন পেশাদার সাংবাদিকদের নিয়ে ২৫জনের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

এ প্রেসক্লাবে দেশের মূলধারার গণমাধ্যম ১৮টি টেলিভিশন চ্যানেল, বাংলাদেশ বেতার ও ৩৯টি জাতীয় ও স্থানীয় পত্রিকায় কর্মরত সাংবাদিক ও সম্পাদকরা রয়েছেন।’

কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা হলেন,
সহ-সভাপতি হিসেবে যমুনা টিভির রাঙামাটি প্রতিনিধি ফজলুর রহমান রাজন, সাপ্তাহিক পাহাড়ের সময়ের সম্পাদক মিলটন বড়ুয়া, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি কামাল উদ্দিন, নতুন আমাদের সময়ের জেলা প্রতিনিধি চৌধুরী হারুনুর রশিদ, যুগ্ম সম্পাদক হিসেবে দীপ্ত টিভির জেলা প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরী, নিউ এজের জেলা প্রতিনিধি শান্তিময় চাকমা, এসএ টিভির জেলা প্রতিনিধি মো. সোলায়মান, আমাদের সময়ের জেলা প্রতিনিধি জিয়াউর রহমান জিয়া, কোষাধ্যক্ষ পূর্বদেশের জেলা প্রতিনিধি এম কামাল উদ্দিন, তথ্য ও প্রচার সম্পাদক ইন্ডিপেনডেন্ট টিভি জেলা প্রতিনিধি হিমেল চাকমা, দপ্তর সম্পাদক দেশ টিভির প্রতিনিধি বিজয় ধর, শিক্ষা ও কল্যাণ সম্পাদক এশিয়ান এজ’র এম নাজিম উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক আর টিভির ইয়াসিন রানা সোহেল, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক এশিয়ান টিভির আলমগীর মানিক, পরিবেশ বিষয়ক সম্পাদক সময় টিভির হেফাজত-উল বারী সবুজ, সমাজকল্যাণ সম্পাদক জিটিভির জেলা প্রতিনিধি মিলটন বাহাদুর, নারীবিষয়ক সম্পাদক বাংলাদেশ প্রতিদিনের ফাতেমা জান্নাত মুমু, নির্বাহী সদস্য সমকাল’র রাঙামাটি প্রতিনিধি সত্রং চাকমা, প্রথম আলোর জেলা প্রতিনিধি সাধন বিকাশ চাকমা, একাত্তর টিভির জেলা প্রতিনিধি উচিংসা রাখাইন কায়েস, আমাদের বাংলার জেলা প্রতিনিধি বিহারী চাকমা ও মানব কণ্ঠের জেলা প্রতিনিধি নুরুল আমিন মানিক।

উল্লেখ্য, ১৩সদস্য বিশিষ্ট রাঙামাটি প্রেসক্লাবে দুই দশক পর ৭ জন সাংবাদিককে প্রাথমিক সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। রাঙামাটি প্রেসক্লাবে এত কম সংখ্যক সদস্যকে অন্তর্ভুক্তকরণ নিয়ে সাংবাদিকদের মধ্যে অসন্তোষের ফলে   এ নতুন প্রেসক্লাবের আত্মপ্রকাশ ঘটে।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button