রাঙ্গামাটিতে উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত

রাঙ্গামাটি প্রতিনিধি:
উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও অগ্রগতির গুরুত্বপুর্ণ দায়িত্ব পালনকালে নিজস্ব অবস্থান থেকে দেশের মানুষের সেবার জন্য নিরলসভাবে কাজ করে যেতে হবে। তিনি বলেন, দেশের অন্যান্য জেলা থেকে তিন পার্বত্য জেলার কৃষ্টি, সংস্কৃতি, স্থানীয় আইন এবং ভাষার মধ্যে বৈচিত্র্য বিদ্যমান। উন্নয়ন প্রকল্প গ্রহণের সময় এসকল বিষয় লক্ষ্য রেখে এলাকার উন্নয়নে সকল দপ্তরকে কাজ করে যাওয়ার অনুরোধ জানান তিনি। সোমবার (২৭ ডিসেম্বর) সকালে জেলা পরিষদ সভাকক্ষে (এনেক্স ভবন) অনুষ্ঠিত জেলা উন্নয়ন কমিটির সভায় সভাপতির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী এসব কথা বলেন। পরিষদের নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান’র পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য নুরুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক এস, এম, ফেরদৌস ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ অহিদুর রহমানসহ সরকারী বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। সভায় উপস্থিত বিভাগীয় কর্মকর্তাগণ স্ব স্ব বিভাগের কার্যক্রম উপস্থাপন করেন।