রাঙামাটিতে পার্বত্য ভিক্ষু সংঘ’র মহা সমাবেশ ২০২১ অনুষ্ঠিত

গোলামুর রহমান লংগদু প্রতিনিধি :
ভান্তেগণ কোন গোষ্ঠীর সেটা বিবেচনা করা যাবেনা। তারা শুধু মানব জাতী তথা সৃষ্টিকূলের মঙ্গলের জন্যে কাজ করে সেটাই আমাদের মনে রাখা দরকার। অনেকেই বলে এই ভান্তে, বৌদ্ধ, মারমা,মগ এটা এভাবে বিবেচনা করা ঠিক নয়। তিনি এলাকার উন্নয়ন বিষয় কথা বলতে গিয়ে আরো বলেন, আগে আটারক ছড়া করাল্যাছড়ি কেমন ছিলো বর্তমান কি অবস্থা দেখলেই বুঝা যায়। লংগদু উপজেলার করল্যাছড়ি আর এস উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ এর তিনদিন ব্যাপী মহাসন্মেলন-২১ এর ২য় দিনে সদ্ধর্ম উন্নয়ন সংঘের উন্মুক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এমপি এসব কথাগুলো বলেন। শুক্রবার(২৪ডিসেম্বর) লংগদু উপজেলার করল্যাছড়ি আর এস উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত পার্বত্য ভিক্ষু সঙ্গ বাংলাদেশ এর তিনদিন ব্যাপী মহাসন্মেলন অনুষ্ঠিত হয়। লোকমিত্র ভিক্ষুর সঞ্চালনায় আলোচক হিসেবে ধর্মীয় বক্তব্য রাখেন,পার্বত্য ভিক্ষু সংঘের ধর্ম বিষয়ক সম্পাদক ভদন্ত তেজবংশ মহাথের(ভিক্ষু সংঘ)। বিকালে পার্বত্য ভিক্ষু সংঘের নতুন কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে ইলেকশন করা হয়। ৩য় দিন (শনিবার) পার্বত্য ভিক্ষু সংঘের নতুন কমিটি ঘোষনা সহ ভিক্ষু সংঘের ধর্মীয় দেশনা এবং সমাজ উন্নয়নের লক্ষে বার্তা প্রদান ও আশির্বাদ প্রদান শেষে সন্ধ্যায় সহস্র প্রদীপ প্রজ্জ্বলন ও আকাশ প্রদীপ উত্তোলনের মধ্য দিয়ে তিন দিনের সন্মেলন অনুষ্ঠান শেষ হবে। পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশের উপ-সংঘরাজ ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথের এর সভাপতিত্বে অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম সংরক্ষিত মহিলা এমপি বাসান্তি চাকমা, লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাইনুল আবেদীন, আটারকছড়া ইউপি চেয়ারম্যান মঙ্গল কান্তি চাকমা। এছাড়াও লংগদু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরিফুল আমিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু, রাঙামাটি জেলা পরিষদের সদস্য আছমা বেগম এসময় উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, পাহাড়ের সকল জাতী ভাই ভাই। বিশেষ করে লংগদু উপজেলাতে ধর্মীয় কোন দাঙ্গাহাঙ্গা হয়না।এখানে সবাই মিলেমিশে বসাবাস করে থাকে। আগামীতেও এমন সুন্দর পরিবেশ আমরা দেখতে চাই।