সাধারণ

যাত্রা শুরু করলো রাঙ্গামাটি স্টিম টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ

রাঙ্গামাটি প্রতিনিধি:

রাঙ্গামাটিতে যাত্রা শুরু করলো রাঙ্গামাটি স্টিম টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ। সোমবার (২৭ ডিসেম্বর) সকালে শহরের ভেদভেদিস্থ উলুছড়া এলাকায় এ স্কুল এন্ড কলেজের উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। রাঙ্গামাটি স্টিম টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের বাস্তবায়ন কমিটির সভাপতি মুরতিসেন চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি, সিএইচটি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ চিত্তরঞ্জন চাকমা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের অধ্যাপক ড, জিনবোধি মহাথের, সহকারী আনসার কমান্ডার মোঃ আব্দুল মোস্তকিন, সাবেক উপ-সচিব প্রকৃতি রঞ্জন চাকমা। স্বাগত বক্তব্য রাখেন, রাঙ্গামাটি স্টিম টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কিরন বিকাশ চাকমা। দীপংকর তালুকদার তার বক্তব্যে বলেন, পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকার কথা চিন্তা করে প্রতিটি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপন করা প্রয়োজন। যাতে দুর্গম এলাকার শিক্ষার্থীরা তাদের পুতিগত বিদ্যার পাশাপাশি কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে পারবে। তরুন প্রজন্ম শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় যদি শিক্ষিত হয় তাহলে নিজেদের বেকারত্ব গোছাতে পারবে। তিনি সমাজের বৃত্তবান ও গুনী মানুষ গুলোকে এগিয়ে আসার আহবান জানান। সভায় বক্তারা বলেন, এ স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠার মধ্যে রাঙ্গামাটির দুর্গম এলাকার শিক্ষার্থীরা কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে পারবে।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button