সাধারণ
মোয়াজ্জেম হোসেন আলালের কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে খাগড়াছড়ি পৌর ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

রিপন ওঝা : প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপি নেতা মোঃ মোয়াজ্জেম হোসেন আলালের শিষ্টাচার বহির্ভূত কুরুচিপূর্ণ মানহানিকর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে খাগড়াছড়ি পৌর ছাত্রলীগ। ৮ ডিসেম্বর বুধবার খাগড়াছড়ি পৌর ছাত্রলীগ সহ-সভাপতি জেনিমং চৌধুরীর নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় জেনিমং চৌধুরী বলেন, ‘‘প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে নিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক সাংসদ মোয়াজ্জেম হোসেন আলালের কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
মোয়াজ্জেম হোসেনের এমন বক্তব্য সরকার ও রাষ্ট্রকে চরম হেয়প্রতিপন্ন করেছে।
গত সোমবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে বসে ফেসবুকে বিএনপির একটি কর্মসূচিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মোয়াজ্জেম হোসেনের দেওয়া একটি অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার ঘটে। ফলে দেশের সাধারণ ফেসবুক ব্যবহারকারী এবং আওয়ামী সমর্থকগণ তীব্র প্রতিবাদ জানায়। আমরা মোয়াজ্জেম হোসেন আলালকে অতিদ্রুত গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি।
উক্ত বিক্ষোভ মিছিলে আরো বক্তব্য রাখেন খাগড়াছড়ি পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইমন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াকিমং চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সৌরভ দে, যুগ্মসাধারণ সম্পাদক মোঃ আতিক সুমন প্রমূখ। এ সময় পৌর ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।