সাধারণ

মোদির বিরুদ্ধে ভোটে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিএসএফের বরখাস্ত জওয়ান তেজ বাহাদুর যাদব

 

আন্তর্জাতিক ডেস্ক :  বরখাস্ত হওয়া ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ান তেজ বাহাদুর যাদব দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ভোটে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

২৯ মার্চ শুক্রবার হরিয়ানার রেওয়ারিতে সাংবাদিকদের তেজ বাহাদুর যাদব বলেন, ‘লোকসভা নির্বাচনে বারাণসী আসনে একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ভোটে লড়বো।’

সশস্ত্র বাহিনী থেকে দুর্নীতি হটাতেই নির্বাচনে লড়তে চাই। ‘আমি দুর্নীতির বিষয়টি তুলে ধরেছিলাম, কিন্তু আমাকে বরখাস্ত করা হয়। আমার প্রথম লক্ষ্য হবে, বাহিনীগুলোকে আরও শক্তিশালী ও দুর্নীতিমুক্ত করা।’

বিএসএফকে দেওয়া খাবারের মান নিয়ে অভিযোগ তুলে ২০১৭ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছিলেন তেজ বাহাদুর যাদব। পরে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে বিএসএফ থেকে তাকে বরখাস্ত করে কতৃপক্ষ।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button