মুক্তিযোদ্ধা আকবর আলীকে বসত ঘর তৈরী করে দিল পানছড়ি বিজিবি জোন

পানছড়ি প্রতিনিধি ঃ খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার মোল¬াপাড়া এলাকায় বসবাসরত অসহায় মুক্তিযোদ্ধাকে নতুন বসত ঘর তৈরী করে দিলেন ৩ বিজিবি লোগাং জোনের জোন অধিনায়ক। বসত ঘর পেয়ে ৩ বিজিবি লোগাং জোনের অধিনায়ক লেঃ কর্ণেল রফিকুল হাসান পিএসসি ও বিজিবির সকল জোয়ানদের জন্য চোখের পানি ছেড়ে দু-হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করলো বৃদ্ধ মুক্তিযোদ্ধা আকবর আলী।
মুক্তিযোদ্ধা আকবর আলীর আবেদনের প্রেক্ষিতে গত আড়াই মাস পূর্বেই শুর“ হয় বসত ঘর নির্মানের কাজ। ১১ই জুন সোমবার দুই র“ম বিশিষ্ট টয়লেট ও গোসল খানাসহ বসত ঘরখানার চাবি হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিাত ছিলেন পানছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন, মুক্তিযোদ্ধা মোঃ মুনির“জ্জামান, ৩নং পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান মোঃ নাজির হোসেন, পানছড়ি প্রেস ক্লাবের সভাপতি নতুন ধন চাকমা, সাধারণ সম্পাদক শাহজাহান কবির সাজু, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন ইলিয়াছ প্রমূখ।
৩বিজিবি জোন কমান্ডার বলেন, মুক্তিযোদ্ধাদের জন্য কিছু করতে পেরে আমার খুবই ভাল লাগছে ।
এসময় মুক্তিযোদ্ধা আকবর আলী বলেন, ঘর ছাড়া অনেক দিন যাবত মানুষের বাড়ি বাড়ি থেকেছি বিজিবি আমাকে ঘর তৈয়ার করে দিয়েছে, আমি আমার সন্তানদের নিয়ে এখন সুখে থাকতে পারবো।