মোহাম্মদ ইউনুছ নাইক্ষ্যংছড়ি : বাংলাদেশের অভ্যন্তরে মায়ানমার কর্তৃক নিক্ষেপকৃত ২টির মর্টারশেল গোলার মধ্যে ঘুমধুমের তুমব্রু উত্তর পাড়া জামে মসজিদের পাশের রাস্তায় পতিত গোলাটি নিস্ক্রিয় করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম। উক্ত গোলাটি নিষ্ক্রিয় করার সময় কোন প্রকার ক্ষয়ক্ষতি হয়নি বলে যানাগেছে।বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে বেশ কয়েক দিন ধরে ব্যাপক গোলাগুলি হচ্ছে। হটাৎ ২৮ আগস্ট দুপুর ৩ টার দিকে তুমব্রুর উওর পাড়া জামে মসজিদের সামনে ও একই এলাকার ছৈয়দুল আমিনের আম বাগানে আরো একটি মর্টারশেল নিক্ষেপ করেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)।
এ ঘটনার পর নো ম্যান্সল্যান্ডে বসবাসরত রোহিঙ্গা এবং স্থানীয় বাসিন্দাদের মাঝে আতংকে বিরাজ করছে। নো ম্যান্সল্যান্ডের বসবাসরত রোহিঙ্গারা জানিয়েছেন, গত কয়েকদিন ধরে দাফায় দফায় ওপারে গুলি বর্ষণের আওয়াজ পাওয়া যাচ্ছিল। এতে বিজিবি সদস্যরা সীমান্তে সতর্ক রয়েছেন। তবে মিয়ানমারের এমন আচরণে আমরা সীমান্তবাসীর জানমালের নিরাপত্তা নাই।
আপনার মতামত লিখুন :