সাধারণ

মাস্ক ব্যবহার না করায় খাগড়াছড়িতে ১৮৯ জনকে জরিমানা

পলাশ : মাস্ক ব্যবহার না করার অভিযোগে খাগড়াছড়িতে ১৮৯ জনকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। তাদের কাছ থেকে আদায় করা হয়েছে ২৭হাজার ৬শত ৬০টাকা। ১৭ নভেম্বর মঙ্গলবার অভিযান চালিয়ে এই অর্থদন্ড দেওয়া হয়
খাগড়াছড়ি জেলা প্রশাসনের নির্বার্হী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন বলেন,অভিযান আরো চলবে। ভ্রম্যমান আদালতের তথ্য মতে, মঙ্গলবার সকাল থেকে অভিযান চালিয়ে মাস্ক না পড়ার অপরাধে খাগড়াছড়ি জেলা সদরে ৪২ জন, পানছড়িতে ১৫ জন, মানিকছড়িতে ২০ জন, মাটিরাঙায় ২০ জন, রামগড়ে ২৮ জন, গুইমারায় ১৮ জন, লক্ষীছড়িতে ১১ জন, মহালছড়িতে ১৯ জন ও দীঘিনালায় ১৯ জনকে অর্থদন্ড দেওয়া হয়েছে।
খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ বিশ^াস জানান, করোনায় স্বাস্থ্য বিধি লংঘন করলে প্রশাসন আরো কঠোর ব্যবস্থা গ্রহন করবে।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button