মানিকছড়ি প্রতিনিধি:- অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বেশ কয়েকটি এলাকায় বন্যার পানিতে প্লাবিত হয়। ক্ষতিগ্রস্ত এসব পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার ও চাল বিতরণ করা হয়েছে।
২৪ আগস্ট শনিবার সকাল সাড়ে ১১ টায় মানিকছড়ি ইউনিয়ন পরিষদ ও বাটনাতলী ইউনিয়ন পরিষদের অন্তর্গত প্রায় দেড় শতাধিক পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চাল বিতরণ করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহীনা নাসরিন।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী মাসুদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুল হাসান, ইউপি সদস্য মো. মোশারফ হোসেন, মনোয়ারা বেগমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ইতোমধ্যে তিনটহরী, যোগ্যাছোলা ও মানিকছড়ি ইউনিয়নের প্রায় আড়াইশ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১০ কেজি করে চাল ও শুকনো খাবার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সাদিয়া নূরীয়া।
উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সাদিয়া নূরীয়া বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় উপজেলা প্রশাসন বিভিন্ন স্বেচ্চাসেবী সংগঠনের পাশাপাশি সচেতন নাগরিকদের সাথে সমন্বয় রেখে ক্ষতিগ্রস্ত পরিবারের তথ্য সংগ্রহ করে তাদের সহযোগিতা করে যাচ্ছে। পাহাড় ধসসহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিয়ে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা কার্যক্রম অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :