সাধারণ

মানিকছড়ি উপজেলা ছাত্রলীগের আনন্দ মিছিল

মো. ইসমাইল হোসেন, মানিকছড়ি প্রতিনিধি: মানিকছড়ি উপজেলা ছাত্রলীগ’র উদ্দ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র রোহিঙ্গা ইস্যুতে বিচক্ষণ নেতৃত্বের জন্য ইন্টারন্যাশনাল এচিভমেন্ট এ্যাওয়ার্ড এবং স্পেশাল রিকগনিশন ফর আউট স্ট্যান্ডিং লিডারশিপ সম্মাননা এবং ৭২ তম জন্মদিন উপলক্ষে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
২৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. আলমগীর হোসেন এবং সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল এর নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে মানিকছড়ি বাজার হয়ে উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলিয় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিাত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য এম. এ জব্বার, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ’র কার্যনির্বাহী সদস্য ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক ৩নং যোগ্যাছোলা ইউপি চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, কলেজ ছাত্রলীগ সভাপতি রাজিব কুমার নাথ, সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান, মানিকছড়ি সদর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মো. সেলিম, যোগ্যাছোলা ইউনিয় ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. জাফর প্রমূখ।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button