সাধারণ

মানিকছড়িতে ৪ দিন ব্যাপী আইসিটি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

মো. ইসমাইল হোসেন : মানিকছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা মাধ্যমিক ও মাদ্রাসা বিষয়ক কমিটির বাস্তবায়নে উপজেলা পরিষদের বিভিন্ন কার্যালয়ের কর্মরত কর্মচারীদের আইসিটি (ই-নথি) বিষয়ক ৪ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার বৃহস্পতিবার সমাপনী দিন। ১২ নভেম্বর সোমবার সকাল ১১টা থেকে উপজেলা পরিষদ সভা কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ কর্মশালার সাহযোগীতা করেন জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ প্রশিক্ষণ কর্মশালা চলত।
উপজেলা নির্বাহী অফিসার তামান্ন মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান ¤্রাগ্য মারমা প্রধান অতিথি হিসেবে উপস্থিাত থেকে উক্ত কর্মশালার উদ্বোধন করেন। এসময় উপস্থিাত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেলা আক্তার, উপজেলা সহকারী প্রোগ্রামার (আইসিটি) মো. শাকিল আহমেদ প্রমূখ।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা পরিষদের বিভিন্ন কার্যালয়ের কর্মরত কর্মচারী, উপজেলা ডিজিটাল সেন্টারে কর্মরত কর্মচারীসহ সর্বমোট ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। ১৫ নভেম্বর বৃহস্পতিবার এ প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হবে।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button