সাধারণ

মানিকছড়িতে লাখ টাকার অবৈধ কাঠ জব্দ

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ওসমানপল্লী এলাকায় সেনাবাহিনী অভিযান চালিয়ে প্রায় এক লখ টাকার সেগুন, গামারী ও জাম কাঠ জব্দ করেছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লক্ষ টাকা বলে জানিয়েছেন বন বিভাগ। জব্দকৃত কাঠ বনবিভাগে হস্তান্তর করা হয়েছে।
উপজেলার গাড়ীটানা বনবিভাগ সূত্রে জানা গেছে, গুইমারা রিজিয়নের ০৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর সিন্দুকছড়ি জোনের মানিকছড়ি আর্মি ক্যাম্প কমান্ডার লে. নিমান মোহাম্মদ ইম‌তিয়াজ’র নেতৃ‌ত্বে মঙ্গলবার ( ৮ ফেব্রুয়ারি)  দুপুর ১ টায় সেনাবাহিনীর একটি টহল দল উপজেলার ওসমানপল্লী এলাকায় পাচারের উদ্দেশ্যে রাখা অবৈধ ১৫০ ঘনফুট সেগুন, ৫০ ঘনফুট গামারী ও ৫০ ঘনফুট জাম কাঠসহ মোট ২৫০ ঘনফুট কাঠ জব্দ করে।
উপজেলা বন কর্মকর্তা উহ্লামং চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button