মানিকছড়িতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিন ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৩, ২০২৪, ৮:৪০ অপরাহ্ন /
মানিকছড়িতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিন ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:-

খাগড়াছড়ির মানিকছড়িতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযান চালিয়ে তিন ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা আর্থিক জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে মানিকছড়ি বাজারে উক্ত অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আফরোজ ভূঁইয়া।

এসময় নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রিসহ একাধিক অপরাধে বাজারের তিন ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আফরোজ ভূঁইয়া বলেন, পণ্যের বাজার মূল্য নিয়ন্ত্রণে রাখতে ও মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সংরক্ষণ ও গুদামজাতকরণের মাধ্যমে যাতে পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে সে লক্ষে আজকের এ অভিযান পরিচালনা করা হয়েছে। যার ফলে নানা অপরাধে উক্ত বাজারের তিনটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়ছে। উপজেলা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিতভাবে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

অভিযানে স্যানেটারি ইন্সপেক্টর পুলক চক্রবর্তী উপস্থিত ছিলেন।