সাধারণ

মানিকছড়িতে বাগান উপকারভোগীদের মাঝে চারা বিতরন

মো. ইসমাইল হোসেন :- মানিকছড়িতে বেসরকারী উন্নয়ন সংস্থা কাবিদাং সিপিপি পিএইপি-২ প্রকল্পের আওতায় প্রকল্পের চারজন বাগান উপকারভোগীর মাঝে ৪৯৬টি ফলদ, বনজ, ঔষধি ও মসলা জাতিয় চারা বিতরন করা হয়েছে। ১৫ জুন বুধবার সকাল ১০টায় বাটনাতলী ইউনিয়নের বুধংপাড়া এলাকায় প্রকল্পের উপকারভোগী চার সদস্যের মাঝে এসব চারা বিতরন করা হয়। এ সময় উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. বেলায়েত হোসেন, বুধংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজাইলা চৌধুরী, উপজেলা কাবিদাং সিপিপি পিএইপি-২ প্রকল্পের প্রতিনিধি রামপ্রু মারমা, পাড়া কার্বারি চাথোয়াই মারমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
চারা বিতরনী অনুষ্ঠানে বক্তারা বলেন: জ্বলবায়ু পরিবর্তন রোধ ও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ অত্যান্ত জরুরী। মানুষ বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রয়োজন। আর গাছ আমাদের এ অক্সিজেন সরবরাহ করে থাকে। এছাড়াও কাঠের তৈরি আসবাবপত্র আমরা ব্যবহার করে থাকি। বৃক্ষ রোপনের মাধ্যমে আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ রয়েছে। তাই বেশি গাছ লাগানোর উপর গুরুত্বারোপ করেন বক্তারা।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button