মানিকছড়িতে বন্যা ও পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে সেনাবাহিনীর সহায়তা প্রদান


admin প্রকাশের সময় : আগস্ট ২৯, ২০২৪, ৬:২৪ পূর্বাহ্ন /
মানিকছড়িতে বন্যা ও পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে সেনাবাহিনীর সহায়তা প্রদান

 

মানিকছড়ি সংবাদদাতা:- পার্বত্যাঞ্চলে বাংলাদেশ সেনাবাহিনীর ধারাবাহিক জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে মানিকছড়ি উপজেলার ছুদুরখীল এলাকায় বন্যা ও পাহাড় ধ্বসের কবলে পড়া অসহায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার ও ত্রাণ সমাগ্রী বিতরণ করা হয়েছে।
২৮ আগস্ট বুধবার সকালে ছুদুরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিন্দুকছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা, পিএসসি,জি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল, ডাল, আটা, তৈলসহ নিত্যপ্রয়োজনীয় শুকনো খাবার ও ত্রাণ সমাগ্রী প্রদান করেন।

এ সময় তিনি বলেন, দেশের যেকোনো দুর্যোগকালীন মূহুর্তে বাংলাদেশ সেনাবাহিনী অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে থেকে মানবিক সহায়তার হাত বাড়িছে দিয়েছে। অতীতের ন্যায় আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে। বিতরণকালে মানিকছড়ি আর্মি ক্যাম্প কমান্ডার মেজর মো. আসাদুজ্জামান খন্দকারসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।