সাধারণ

মানিকছড়িতে নারী ও কন্যা-শিশুর ক্ষমতায়ন শীর্ষক অবহিতকরণ সভা

মো. ইসমাইল হোসেন :- একটি শিশু যখন ছোটবেলা থেকেই দেখবে তার পরিবারে নারীকে সম্মান দেখানো হয়, মানুষ হিসেবে মূল্যায়ন করা হয়, নারীর অধিকার নিশ্চিত করা হয়, তখন শিশুটি বড় হয়েও সেই চর্চা করবে ও নারীর প্রতি সহযোগিতামূলক মনোভাব পোষণ করবে। ঠিক তখননি নিরাপদ সমাজ তৈরি হবে। এছাড়া আমাদের দেশে নারী ও কন্যাশিশু এখনো বিভিন্ন ধরণের বাধা ও সহিংসতার শিকার হচ্ছে। কানাডা সরকারের অর্থায়নে বাস্তবায়িত শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে নারী ও কন্যা-শিশুর ক্ষমতায়ন প্রকল্পের উপজেলা পর্যায়ে প্রকল্প সম্পর্কে অবহিতকরণ সভায় বক্তারা এ সব কথা বলেন। বর্তমানে দেশে নারীর প্রতি সহিংসতা, নির্যাতন, যৌন নিপীড়ন বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে বক্তরা আরো বলেন, শুধু আইনের মাধ্যমেই নারীর প্রতি সহিংসতা বন্ধ করা যাবে না। তাই পুরুষের সহযোগিতামূলক মনোভাবের প্রয়োজন। পুরুষের সহযোগিতামূলক মনোভাবের মাধ্যমেই নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য দূর হবে এবং নারীর এগিয়ে যাওয়ার পথ সুগম হতে পারে।

৬ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় মানিকছড়ি উপজেলা সম্মেলন কক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে ও জিআইইও চন্দন ত্রিপুরা’র সঞ্চালনায় অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ। প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ডলী চৌধুরাণী। এছাড়াও উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. রতন খীসা, উপজেলা শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার শুভাশীষ বড়ুয়া, বাটনাতলী ইউপি চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম মোহন, তিনটহরী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, যোগ্যাছোলা ইউপি চেয়ারম্যান ক্যয়জরী মহাজন, খাগড়াছড়ি জেলা ফ্যাসিলিটেটর সুজশা চাকমা, খাগড়াছড়ি জেলা কর্মকর্তা কিউলী দেওয়ান, জেলা মনিটরিং অফিসার পাইওমং চৌধুরী, উপজেলা শিক্ষা ফ্যাসিলিটেটর মংসাজাই চৌধুরী প্রমূখ উপস্থিত ছিলেন।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button