সাধারণ

মানিকছড়িতে তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত

মো. ইসমাইল হোসেন:

মানিকছড়ি প্রতিনিধি:- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের আওতাধীন জাতীয় মহিলা সংস্থা ‘তথ্য আপা’র উদ্যোগে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পে (২য় পর্যায়) মানিকছড়িতে তৃণমূল পর্যায়ে নারীদের আধুনিক প্রযুক্তি সম্পর্কে সচেতনতামূলক প্রশিক্ষণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকার ১১টায় উপজেলার তিনটহরী ইউনিয়নের কুমারি মাস্টারপাড়ায় উপজেলা তথ্যসেবা কর্মকর্তা মোসা. সুমাইয়া আক্তার’র সঞ্চালনায় উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসিনুর রহমান, সহকারি প্রোগ্রামার (আইসিটি) মো. শাকিল আহম্মেদ, টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প ব্যবস্থাপক মো. ফরিদুল আলম। বৈঠকে নারী ক্ষমতায়ন, লিঙ্গ বৈসম্য, স্বাস্থ্যগত সমস্যা ও বাল্য বিবাহসহ গ্রামীণ মহিলাদের জীবন ও জীবিকা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক আলোচনা করেন বক্তারা। এতে শতাধিক মহিলা স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নেন।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button