সাধারণ

মানিকছড়িতে এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

 প্রতিনিধি:- খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার তুলাবিল এলাকার মো. আল আমিন (১৮) নামের এক এইচএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নিহতের পিতার নাম মো. সোলায়মান। গলায় ফাঁস দেয়া অবস্থায় তাকে উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ১০ ডিসেম্বর শুক্রবার  দুপুরে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, পারিবারিক অভাব অনটনের কারণে পড়াশুনার পাশাপাশি রং মিস্ত্রীর কাজ করতেন তিনি। বেশ কয়েকদিন ধরে তার পরিবার তাকে বিয়ে করাতে মেয়ে দেখছিলেন। এমন খবরে সে তার সঙ্গে ফটিকছড়ির এক মেয়ের সাথে প্রেমের সম্পর্কের কথা জানান পরিবারকে। তার কথানুযায়ী পরিবারের লোকজন ফটিকছড়িতে মেয়ে দেখতে যায়। সেখানে গিয়ে জানতে পারে মেয়ের বয়স কম এবং মেয়ে সবে মাত্র ৭ম শ্রেণিতে পড়ে। যার ফলে পরিবার তার সম্পর্কের মেয়েকে বিয়ে করাতে অসম্মতি জানান। তার পরিবার তাকে বলে, তোমারও বয়স কম আর মেয়েরও। তোমাকে অন্য কোথাও ভালো মেয়ের সাথে তোমাকে বিয়ে দিব। যার ফলে অভিমানে আজ শুক্রবার দুপুরে পরিবারের লোকজনের অগোচরে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে । মানিকছড়ি থানার এসআই আক্কাস আলী জানান, প্রাথমিকভাবে আত্মহত্যায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়না তদন্তের জন্য লাশ খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে। তবে ময়না তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। 

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button