সাধারণ

মানিকছড়িতে ইভটিজিংয়ের ঘটনায় ২ বখাটের ১৫ দিনের জেল



মো. ইসমাইল হোসেন:-

মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের আইসিটি কক্ষে করোনার দ্বিতীয় ডোজ টিকা নিতে আসে তিনটহরী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির দুই ছাত্রী। তারা সংঘবদ্ধ বখাটেদের মাধ্যমে ইভটিজিং এর শিকার হন সেখানে। এ ঘটনায় বখাটে যুবক মো. শাকিল (১৯) ও বাদশা আলম (২০) কে ভ্রাম্যমাণ আদালের মাধ্যমে ১৫ দিনের জন্য জেলা হাজতে প্রেরণ করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার রুম্পা ঘোষ। অপর দুজন মো. সাইফুল ইসলাম (১৭) ও মো. মাসুম(১৭) এর কাছ থেকে মুচলেখা নিয়ে মানিকছড়ি সদর ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক’র জিম্মায় ছেড়ে দেয়া হয়।

পুলিশ সূত্রে জানা যায়, তাঁরা উপজেলার তিনটহরী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। করোনার দ্বিতীয় ডোজ টিকা নিতে শনিবার সকালে আইসিটি অধিদপ্তরে আসেন। পরে সংঘবদ্ধ বখাটদের মাধ্যমে ইভটিজিং এর শিকার হন। সে সময় প্রতিবাদ করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন ওই ছাত্রীর ভাই মো. ইমাম হোসেন। পরে তারা বাড়ি ফেরার পথে উপজেলার মহামুনি বাসস্ট্রেশনের অদূরে সড়কে পুনরায় দুই বখাটে যুবক তাদের সঙ্গীদের নিয়ে আবারও তাঁদের গতিরোধ করে। এ সময় তাদের আত্মচিৎকারে স্থানীয়রা জড়ো হয়ে পুলিশের সহযোগিতায় ছাত্রীদের উদ্ধার করেন।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button