সাধারণ

মানিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৭০ হাজার টাকা জরিমানা

মো. ইসমাইল হোসেন, মানিকছড়ি প্রতিনিধি:-

অবৈধ বালু উত্তোলনের দায়ে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলাধীন ডেপুয়াপাড়া এলাকার মো. ইউনুছ মিয়া নামের এক বালু উত্তোলনকারীকে ৭০ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট তামান্না মাহমুদ। মঙ্গলবার ( ২৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার তিনটহরী নামার পাড়া নামক স্থানে অবৈধ বালু উত্তোলনের খবর পেয়ে সেখানে যান উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট তামান্না মাহমুদ। পরে বালু উত্তোলনকারী মো. ইউনুছ মিয়াকে ৭০ হাজার টাকা ভ্রাম্যমানে আদালতে জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ জানান, উপজেলার একমাত্র চেংগুছড়া বালুমহালটিকে ইজারা প্রদান করা হলেও মাঝে মধ্যে উপজেলার বিভিন্ন স্থানে কিছু অসাধু বালু উত্তোলনকারী প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে বালু উত্তোলন করে থাকে। তবে ঐ সকল বালু উত্তোলনকারীদের আইনের আওতায় এনে জরিমানা করা হচ্ছে। তবে অবৈধ বালু উত্তোলন বন্দে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button