মানিকছড়ি সংবাদদাতা:- খাগড়াছড়িতে আওয়ামী লীগের শান্তি সমাবেশে বিএনপি সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মানিকছড়ি উপজেলা আ.লীগ ও সকল সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
১৮ জুলাই মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মানিকছড়ি বাজারে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মো. মাঈন উদ্দিন, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি মো. সামায়উন ফরাজী সামু, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক চলাপ্রু মারমা নিলয়।
এ সময় বক্তারা বলেন, খাগড়াছড়িতে আ.লীগের শান্তিপূর্ণ উন্নয়ন শোভাযাত্রায় নেতাকর্মীরা অংশ নিতে আসার পথে বিএনপির সন্ত্রাসীরা হামলা চালায়। এতে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছে। বিএনপি সবসময় দেশে সন্ত্রাস, হামলা-ভাঙ্গচুরের রাজনৈতিতে লিপ্ত থাকে। তাদের সন্ত্রাসী রাজনীতি এদেশের জনগণ মেনে নেয়নি, আর কোনো দিন নিবেও না। তাই আগামীতে বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করতে রাজপথে থেকে মোকাবেলা করতে প্রস্তুত থাকার আহবান জানান বক্তারা। সেই সাথে আগামীতে কোনো ধরণের সন্ত্রাসী কর্মকান্ডের চেষ্টা করলে কঠোর হাতে দমনের হুশিয়ারি দেন বক্তারা।
উল্লেখ্য, মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে খাগড়াছড়িতে আওয়ামীলীগের শোভাযাত্রা এবং বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পদযাত্র কর্মসূচিকে ঘিরে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়।
আপনার মতামত লিখুন :