মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা


admin প্রকাশের সময় : নভেম্বর ২৩, ২০২৪, ৭:০১ অপরাহ্ন /
মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা

প্রতিনিধি : “খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল”—এই প্রতিপাদ্য নিয়ে খাগড়াছড়িতে মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২১ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে এ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক কেএম দিদারুল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে হবে এবং তাদের খেলাধুলার মাধ্যমে সঠিক পথে পরিচালিত করতে হবে। খেলাধুলার মাধ্যমে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য এবং সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে।”

কেএম দিদারুল আলম বলেন, “মাদক থেকে দূরে রাখতে তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতে এই মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে যুবসমাজ খেলাধুলায় মনোনিবেশ করে মাদকের ভয়াবহতা থেকে মুক্ত থাকবে।”

প্রতিযোগিতায় খাগড়াছড়ি পৌরসভা একাদশ জেলা প্রশাসন একাদশকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মাহমুদা বেগম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ, জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মোসলেম উদ্দিনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।