মাটিরাঙ্গা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপারের পদোন্নতি ও বদলীজনিত বিদায়ী সংবর্ধনা

মোঃ আরিফুল ইসলাম : মাটিরাঙ্গা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ খোরশেদ আলম এর অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি ও বদলীজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ১৩ ফেব্রুয়ারী রবিবার সকালে মাটিরাঙ্গা থানার হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। মাটিরাঙ্গা থানার এসআই মোঃ ইব্রাহিম খলিল এর সঞ্চালনায়, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলীর সভাপতিত্বে,বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মাটিরাঙ্গা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার) মোহাম্মদ খোরশেদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মাটিরাঙ্গা সার্কেলের পুলিশ পরিদর্শক মোঃ মাসুক করিম,মাটিরাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমজাদ হোসেন,তবলছড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ মনির হোসেন,থানার সেকেন্ড অফিসার এ কে এম হাসান মাহমুদুল কবির প্রমূখ। মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী তার বক্তব্যে বিদায়ী অতিথির স্নেহ, ভালোবাসা ও সুশাসন মাটিরাঙ্গা থানা পুলিশের মানসপটে চিরভাস্কর হয়ে থাকবে বলে মন্তব্য করেন। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা স্মৃতিচারণ করে বলেন, সততা এবং দক্ষতার যে দৃষ্টান্ত তিনি রেখে গেলেন তা মাটিরাঙ্গা থানা পুলিশ পরিবার আজীবন লালন-পালনের চেষ্টা করবেন।মাটিরাঙ্গা থানায় অদ্যাবধি কোন পুলিশ কর্মকর্তাকে এরকম বিদায় সংবর্ধনার আয়োজন চোখে পড়েনি। প্রসঙ্গত,বিদায়ী অতিথি মাটিরাঙ্গা সার্কেলে ৪ বছরের বেশি সময় অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালনকালে মাটিরাঙ্গা থানার অফিসারদেরকে কিভাবে কর্ম পরিকল্পনা মোতাবেক কাজ করে তথ্য প্রযুক্তি ও অভিজ্ঞতার সংমিশ্রণে সফলতার দেখা মিলে তা বিভিন্ন ক্লুলেস ও অন্যান্য জটিল মামলার রহস্য উদঘাটনের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন। বিদায়ী অতিথি তার বক্তব্যের শেষের দিকে সকল অফিসার ও ফোর্সদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য বলেন এবং মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ কর্তৃক থানা এলাকায় পরিচালিত আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণসহ সার্বিক কর্মকান্ডের ভুয়সী প্রশংসা করেন।