মাটিরাঙ্গা শান্তিপুর বাজারে বিশুদ্ধ পানি ও গন শৌচাগারের অভাবে ক্রেতা-বিক্রেতাদের দূর্ভোগ চরমে

মোঃ আরিফুল ইসলাম : খাগড়াছড়ি জেলার মাটিরাংগা উপজেলার, শান্তিপুর বাজারে প্রায় শতাধিক দোকান রয়েছে। এছাড়া প্রতি সোমবারে বসে সাপ্তাহিক হাট। জমে উঠে বিভিন্ন এলাকা থেকে আসা ক্রেতা-বিক্রেতাদের সমাগম। জনবসতিপূর্ন এলাকা হওয়ায় প্রতিদিনি দেখা যায় মানুষের ভিড়। ধীরে ধীরে এ বাজারের উপর নির্ভরতা বাড়ছে ব্যবসায়ী সহ সাধারণ জনগণের। ব্যবসায়ী ও ক্রেতাদের সুবিধার্তে নেই কোনো নিরাপদ পানীয় জলের ব্যবস্থা। ফলে,পানি সংকটে ভুগছেন বাজারের সকল ব্যবসায়ী এবং ক্রেতারা। নিরুপায় হয়ে পানির চাহিদা মেটাতে পানি ক্রয় করছেন ব্যবসায়ীরা। পানি সংকট নিরসনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ২০১৫ -১৬ অর্থবছরের নেওয়া প্রকল্প গুলো লোটপাট হয়েছে যা জনপ্রিয় তালাশ টিমে সম্প্রচার হয়েছে। স্থানীয় ইউপি সদস্য মোঃ ওসমান গনি এবং বাজার ব্যবসায়ী নেতা মোরশেদ আলম জানান, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ে থেকে প্রকল্প বাস্তবায়নের আশ্বাস প্রদান করা হচ্ছে প্রতি বছর কিন্তু প্রকল্প তো অজগরের পেটে চলে গেছে বহু আগেই। শুধু পানি সংকট নয়, রয়েছে গণ শৌচাগারের অভাব। ফলে শৌচ কাজ সম্পাদনে নানা রকম সমস্যায় পড়তে হচ্ছে বাজার ব্যবসায়ী এবং ক্রেতাদের।
যদিও গণশৌচাগারের জন্য নির্ধারিত স্থান রয়েছে কিন্তু অদ্যবধি কোন অবকাঠামো নির্মাণ হয়নি।
এই সম্ভাবনাময়ী বাজারের অন্যতম সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে প্রত্যাশা স্থানীয়দের।