সাধারণ
মাটিরাঙ্গা পৌর নির্বাচন উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা

মোঃ আরিফুল ইসলাম মাটিরাঙ্গা প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার, মাটিরাঙ্গা পৌর নির্বাচন 2020 উপলক্ষে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাটিরাংগা পৌর শাখা। ১১ অক্টোবর রবিবার দুপুরে উপজেলা দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি বাহাদুর খান এর সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক এম এ আফসার। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল খাগড়াছড়ি জেলা শাখার সহ-সভাপতি কংচারি মাস্টার, ক্ষেত্রমোহন রোয়াজা ও নাছির আহম্মদ চৌধুরী।
উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আরিফ হোসেন, পৌর শ্রমিকদলের সভাপতি এনাম উদ্দিন, পৌর কৃষকদলের সভাপতি ইসলাম মিয়া, পৌর যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিন, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম পাটোয়ারী সাধারণ সম্পাদক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাজালাল কাজল ও পৌর বিএনপির সভাপতি বাদশা মিয়া প্রমুখ। সভায় বক্তারা নির্বাচন পরিচালনার বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করেন।