জ্যােতি ত্রিপুরা, বিশেষ প্রতিনিধি : খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলাধীন বিভিন্ন ইউনিয়নে বন্যায় পানিতে ৮ শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে তাইন্দং ইউনিয়ন ৬নং ওয়ার্ডে ৮৫ পরিবার, তবলছড়ি ইউনিয়ন ১,৪, ৮ ও ৯নং ওয়ার্ডে ৫০ পরিবার, বর্নাল ইউনিয়নে ১২২ পরিবার, আমতলী ইউনিয়ন রামশিরা বাজার এবং দেওয়ান বাজারে ৫০ পরিবার, গোমতি ইউনিয়ন ২, ৩, ও ৪নং ওয়ার্ডে ১৪০ পরিবার, বেলছড়ি ইউনিয়ন ১, ২, ৭ ও ৮নং ওয়ার্ডে ২০০ পরিবার এবং মাটিরাঙ্গা সদর ইউনিয়ন ৭, ৮ ও ৯ ওয়ার্ডে ১২৫ পরিবার এবং পৌরসভাসহ ৮শতাধিক পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন জায়গায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। আমতলী ইউনিয়নে প্রায় ৭টি পরিবার ও বেলছড়ি ইউনিয়নে ২টি পরিবারের কাঁচা ঘর বন্যায় পানিতে ভেঙে গেছে। তবলছড়ি ইউনিয়ন ৪নং ওয়ার্ডে ১টি ও সদর ইউনিয়ন ১নং ওয়ার্ডে ১টি পরিবারের ঘর পাহাড় ধসে ভেঙে গেছে। মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়নে মৎস্য চাষিদের প্রায় সাড়ে তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে সূত্রে জানা গেছে। বন্যায় ক্ষতিগ্রস্ত অধিকাংশ পরিবারে প্রশাসন, সেনাবাহিনী ও বিজিবি’র পক্ষে ত্রাণ সরবরাহ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :