সাধারণ

মাটিরাঙ্গা উপজেলার কালাপানি হাকিমপাড়া রাস্তাটি যেন মরণফাঁদ !

 

মোঃ আরিফুল ইসলাম,মাটিরাঙ্গা প্রতিনিধি : খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার গোমতি ইউনিয়ের কালাপানি থেকে হাকিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে করল্যাছড়ি ও গোমতি সড়ক পর্যন্ত যাতায়াতের রাস্তাটি যেন মরণফাঁদ। বর্ষায় উজান থেকে নেমে আসা পানির কারনে রাস্তাটির বিভিন্ন স্থানে ভেঙে গেছে। ফলে পায়ে হেঁটে এই এলাকার শিক্ষার্থী, কৃষক সহ সাধারণ মানুষ যাতায়ত করতে হয়। পূর্বে রাস্তাটি দিয়ে সিএনজি,ট্রাক ও জীপ সহ মালবাহী বিভিন্ন যানবাহন চলাচল করতে পারলেও বর্তমানে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।এই এলাকার মানুষের একমাত্র নির্ভরতা সড়কটির উন্নয়নে ব্রিকসলিং করা জরুরী।

এবিষয়ে স্থানীয় মোঃ হারুন মিয়া জানান, দীর্ঘ পাঁচ বছর যাবৎ এই রাস্তাটি নিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে। ছেলে-মেয়েদের স্কুলে যেতেও খুব কষ্ট হয়। প্রায় দুই থেকে তিন হাজার মানুষের বসবাস এই এলাকায়
এবিষয়ে স্থানীয় শিক্ষক মোঃ তাজুল ইসলাম জানান,সাধারণত টুকটাক খরচ করার জন্যও পায়ে হেটেঁ বাজারে যেতে হয় এবং বৃদ্ধাদের বেশি কষ্ট হয়। না চলে সিএনজি, মোটরসাইকেল বা অন্য কোনো পরিবহন। রাস্তাটি নির্মাণে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button