জসীম উদ্দিন জয়নাল : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সম্পত্তির জন্য বৃদ্ধ মা-বাবাকে কুপিয়ে জখম করেছেন মাদকাসক্ত ছেলে। ৬ মার্চ বৃহস্পতিবার রাত পৌনে ১টার দিকে উপজেলার বেলছড়ি ইউনিয়নের ক্যাম্পটিলা এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন আব্দুর রহিম (৭০) ও তার স্ত্রী আমেনা বেগম (৬০)। স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ছেলে আবুল কালাম কালন (৩৮) কে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
কীভাবে ঘটল এই ঘটনা?
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই সম্পত্তির ভাগ চেয়ে মা-বাবার ওপর মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন আবুল কালাম। ঘটনার দিন রাত সাড়ে ১২টার দিকে বাড়ি ফিরে আবারও টাকা দাবি করেন। মা-বাবা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তিনি ক্ষিপ্ত হয়ে ধারালো দা দিয়ে তাদের এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন।
আহতদের চিৎকার শুনে স্বজন ও প্রতিবেশীরা ছুটে এসে তাদের উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশের বক্তব্য
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তফিকুল ইসলাম তৌফিক জানান, অভিযুক্ত আবুল কালাম সম্পত্তির টাকা চেয়ে মা-বাবার ওপর হামলা চালান। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়। বর্তমানে তার বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন :