সাধারণ

মাটিরাঙ্গায় বিজয় দিবস উপলক্ষে সংবর্ধনা পেলেন বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যরা।

মোঃ আরিফুল ইসলাম,খাগড়াছড়ি প্রতিনিধিঃ

বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে মাটিরাঙ্গায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসের নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে জাতির শ্রেষ্ঠ সন্তানদের সংবর্ধনা দেওয়া হয় এবং কৃতজ্ঞতা জানানো হয় তাদের অবদানের জন্য। অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী,মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আনিসুজ্জামান ডালিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ হেদায়েত উল্লাহ্,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মুনসুর আলী,খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হানিফ হাওলাদার প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা,উপহার প্রদান করা হয়েছে।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button