মাটিরাঙ্গায় বাজার মনিটরিং টাস্কফোর্সের অভিযান, দুই দোকানিকে জরিমানা


admin প্রকাশের সময় : মার্চ ৫, ২০২৫, ৭:২৩ অপরাহ্ন /
মাটিরাঙ্গায় বাজার মনিটরিং টাস্কফোর্সের অভিযান, দুই দোকানিকে জরিমানা

 

জসীম উদ্দিন জয়নাল : পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে বাজার মনিটরিং টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়েছে। ৫ মার্চবুধবার বিকেল সাড়ে ৩টা থেকে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মনজুর আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে রমজানের বিশেষ পণ্যের বাজারদর যাচাই করা হয়। খুচরা ও পাইকারি বিক্রেতাদের ক্রয় রশিদ সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শন ও সহনীয় মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।

বাজার তদারকির সময় মূল্য তালিকা না থাকা ও ক্রয় রশিদ না রাখার অভিযোগে কাজল পোল্ট্রিকে ২,০০০ টাকা এবং অলি পোল্ট্রিকে ১,০০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা বাজার মনিটরিং টাস্কফোর্সের সদস্য ও মাটিরাঙ্গা প্রেসক্লাব সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল, উপজেলা নিরাপদ খাদ্য ও স্যানিটারি ইন্সপেক্টর মিজানুর রহমান, বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মো. জামাল হোসেন, সাধারণ সম্পাদক আবু সাইম মুকুটসহ স্থানীয় ব্যবসায়ীরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনজুর আলম জানিয়েছেন, জনস্বার্থে বাজারে নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি ও সরবরাহ নিশ্চিত করতে এই বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।