সাধারণ

 মাটিরাঙ্গায় ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে বিট পুলিশিং সভা

মোঃ আরিফুল ইসলাম : বিট পুলিশিং সফল করি, ধর্ষণ মুক্ত সমাজ গড়ি এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় মাটিরাঙ্গাতেও একযোগে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মাটিরাঙ্গা পৌরসভার নতুন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, মাটিরাঙ্গা থানার আয়োজনে এই বিট পুলিশিং সভায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা সার্কেল এর সহকারী পুলিশ সুপার মোঃ খোরশেদুল আলম।
মাটিরাঙ্গা পৌর সভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিট পুলিশিং সভায় স্বাগত বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ শামসুদ্দিন ভুঁইয়া।
এসময়, মাটিরাঙ্গা থানার বিট পুলিশিং অফিসার সাব ইন্সপেক্টর মোঃ এ.কে.এম মাহামুদুল কবির হাসান এর সঞ্চালনায়, সভায় নারী নির্যাতন বন্ধ করার লক্ষ্যে বক্তব্য রাখেন, নতুন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কীর্তি ভুষণ ত্রিপুরা , মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থী যশদা ত্রিপুরা,ভাড়াটিয়া মোটর সাইকেল চালক কাজী ইয়াছিন, মাটিরাঙ্গা বাজার ব্যাবসায়ী দেলোয়ার হোসেন ধনা মিয়া সহ ২ ওয়ার্ড আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা শাহিনুর

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button