সাধারণ

মাটিরাঙ্গায় গ্রীণ হিল কলেজ ছাত্রলীগের কমিটি গঠন

 

প্রতিনিধিঃ বাংলাদেশ ছাত্রলীগ,মাটিরাঙ্গা উপজেলাস্থ গ্রীণ হিল কলেজ শাখার বার্ষিক সম্মেলনে মোঃ হুমায়ুন কবির সভাপতি ও আল আমিন ফরাজীকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
২৪ মাচ বৃহস্পতিবার দিনব্যাপী বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে কলেজ অডিটোরিয়ামে মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এ কমিটি ঘোষণা করেন।
এর আগে সকালে গ্রীণ হিল কলেজ মাঠে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের সূচনা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা মোঃ আলী হোসেন।
সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ তছলিম উদ্দিন রুবেল। প্রধান বক্তা ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তালেব।
সভায় কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কবির হোসেন’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান আমান,উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্যানেল মেয়র-২ মোহাম্মদ আলীসহ উপজেলা,পৌর ছাত্রলীগের নেতৃবৃন্দ।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button