সাধারণ

মাটিরাঙ্গায় ঐতিহাসিক ৭মার্চ উদযাপন   

মোঃ আরিফুল ইসলাম : যথাযথ মর্যাদার মধ্য দিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ঐতিহাসিক ৭ ই মার্চ উদযাপন করেছে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন। ঐতিহাসিক ৭ই মার্চকে স্মরনীয় করতে উৎসবমূখুর পরিবেশে মাটিরাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে বেলছড়ি কিশোর কিশোরী ক্লাবের শিক্ষক মোঃ আরিফুল ইসলামের সহযোগিতায়,গোমতি বি কে উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম এর সঞ্চালনায় বেলছড়ি কিশোর কিশোরী ক্লাবের সদস্যরা নিজস্ব শিল্পীগোষ্ঠী দেশাত্মবোধক গান,নৃত্য, অভিনয়,কৌতুক,জাদু প্রদর্শনী,নাটিকা উপস্থাপন করেছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তৃলা দেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি)আফরোজা হাবিব শাপলা, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ আনিসুজ্জামান ডালিম,উপজেলার বিভিন্ন পদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
সাংস্কৃতিক অনুষ্ঠানের আগে উপজেলা পরিষদের ফ্রিডম স্কয়ারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়।উপজেলা পরিষদের ফ্রীডম স্কোয়ারে পুষ্পস্তবক অর্পণ করেন, মাটিরাঙ্গা উপজেলা পরিষদ,মাটিরাঙ্গা থানা, , মাটিরাঙ্গা পৌরসভা, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ এবং উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, জাতির পিতার ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের বিশ্বস্বীকৃতি আজ বাঙালি জাতির জন্য এক বিরল সম্মান ও গৌরবের স্মারক। ’৭৫ থেকে ’৯৬ সাল পর্যন্ত এদেশে এই ভাষণ প্রচার নিষিদ্ধ ছিল, যেমনটা করেছিল পাকিস্তানের সামরিক শাসকগোষ্ঠী- তারাও সেদিন রাষ্ট্রীয় গণমাধ্যমে এ ভাষণ প্রচার করতে দেয়নি। কিন্তু সত্য সর্বদাই অনিরুদ্ধ। তাই নিপীড়িত-নির্যাতিত বাঙালিদের মুক্তির এই মহামন্ত্র শুধু বাংলাদেশেই নয়- বিশ্বজুড়ে সমাদৃত হচ্ছে, অনুপ্রেরণা দিয়ে যাচ্ছে।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button