সাধারণ

মাটিরাঙ্গায় অস্ত্র সহ ইউপিডিএফ’র চীফ টোল কালেক্টর আটক

জসিম উদ্দিন জয়নাল : অস্ত্র সহ ইউপিডিএফ প্রসীত গ্রুপ (মুল) এর চীফ টোল কালেক্টর লালন চাকমাকে আটক করেছে মাটিরাঙ্গা সেনা জোন ।
৬ আগস্ট শুক্রবার খাগড়াাছড়ি জেলার গুইমারা রিজিয়নের অধীনস্থ মাটিরাঙ্গা সেনা জোন বিশেষ অভিযান পরিচালনা করে ইউপিডিএফ (মূল) দলের চীফ টোল কালেক্টর লালন চাকমা (৩৮) কে একটি পিস্তল এবং ০৪ রাউন্ড গুলিসহ আটক করে। এ সময় তার নিকট থেকে চাঁদা আদায়ের রশিদ এবং সন্ত্রাসী কার্যক্রম পরিচালনায় ব্যবহৃত মোবাইল ফোনও জব্দ করা হয়।

৫ আগস্ট মাটিরাঙ্গা জোন চাইল্যা প্রু মারমা (২৩) এবং চা থই মারমা (২৯) নামক দুইজন ইউপিডিএফ (মূল) দলের টোল কালেক্টরদেরকে মাটিরাঙ্গা ও গুইমারা বাজার থেকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে তাদের নিকট হতে উঠে আসে ইউপিডিএফ (মূল) দলের চীফ টোল কালেক্টর লালন চাকমার নামসহ আরো কিছু চাঞ্চল্যকর তথ্য। এই সূত্রের ধারাবাহিকতায় লালন চাকমাকে সাপমারা একটি পিস্তল এবং ০৪ রাউন্ড গুলিসহ আটক করা হয়।
আটককৃত সন্ত্রাসীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাটিরাঙ্গা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

পার্বত্য চট্টগ্রামের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগনের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানায় মাটিরাঙ্গা জোন।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button