জসীম উদ্দিন জয়নাল : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিউনিসিপ্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে হাদিস অস্বীকারের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২৬ ফেব্রুয়ারি বুধবার বিকেল সাড়ে ৪টায় মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে বিভিন্ন সংগঠন ও এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ব্যানার ও ফেস্টুন হাতে ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন স্থানীয় আলেম-ওলামা ও সাধারণ মানুষ।
মানববন্ধনে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মোহাম্মদ হারুনুর রশীদ। এছাড়া, বাংলাদেশ হেফাজতে ইসলামের প্রতিনিধি মাওলানা আখতারুজ্জামান ফারুকী, ইসলামী আইন গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি আল-আমিন হাবিবী, নির্বাহী সদস্য হাফেজ মুফতি আব্দুল হান্নান জুলফিকারসহ অনেকে বক্তব্য রাখেন।
অভিযোগ উঠেছে, মিউনিসিপ্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম দীর্ঘদিন ধরে কুরআন ও হাদিসের ব্যাখ্যা নিয়ে বিতর্ক সৃষ্টি করে আসছেন। তিনি নিজেকে “আহলে কুরআন” বলে দাবি করে বিভিন্ন মাধ্যমে হাদিসের গুরুত্ব কমিয়ে দেখানোর চেষ্টা করেন। তার এসব বক্তব্য ফেসবুক মেসেঞ্জারে প্রচার করা হয় বলে অভিযোগ রয়েছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানরা তার বিচারের দাবিতে মানববন্ধনের আয়োজন করেন।
মানববন্ধনে বক্তারা সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তাকে প্রকাশ্যে ক্ষমা চেয়ে তওবা করার জন্য ১০ দিনের সময়সীমা নির্ধারণ করা হয়। বক্তারা বলেন, ইসলাম অবমাননার অভিযোগে কাউকে ছাড় দেওয়া হবে না।
এই কর্মসূচিতে মাটিরাঙ্গার ইমাম ও ওলামা কল্যাণ সমিতি, কওমী মাদ্রাসা ওলামা ঐক্য পরিষদ, ইসলামী আইন গবেষণা পরিষদ, ইসলাম প্রচার সংস্থা, খিদমাতুল উম্মাহ ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠন অংশগ্রহণ করে।
আপনার মতামত লিখুন :